ক্রমিক

ক্রমিক
মাহমুদ হাফিজ 

‘আশার ছলনে ভুলি’ এ নগর প্রতীক্ষায় বসে আছে
দূরের প্রান্তর ফেলে পালাচ্ছি আমি দ্রুত
হে আকাশ জায়গা দাও, আমি আজ পলায়নপর 

এখন নদীর ঠান্ডা মাংস খুবলে খায় প্রজন্মের মাছরাঙা
লাগাতার ধেয়ে আসে পঙ্গপাল, অদৃশ্য শকুন
মিছিলে শামিল অগুণতি কফিন 
তাকে বসে নির্বিকার তুমি ঝুলিয়েছো পৃথিবীতে পা

হে আকাশ জায়গা দাও, আমি আজ পলায়নপর
কে কোথায় আছো হে পথিক, চলো যাই আকাশের দিকে
দুনিয়া কম্পমান ব্যবলিনের শূন্য উদ্যানের মতো 
মক্কা, মদীনার পথ মরুপ্রান্তর বিরান বিরান
ভোরের প্রার্থনাশেষে জনহীন ভ্যাটিকানে
প্রথামতো হাত নেড়ে যান পোপ ফ্রান্সিস
বন্দীর মুখে পুস্পের হাসি, জেলখানা দ্রুত খালি হতে থাকে
যুদ্ধবাজ নাবিকেরা পাল তুলে  ফিরে ফিরে যায়

এ যুগে জুড়ে যাওয়ার বদলে পুড়ে যাচ্ছি আজ
দু’হাতে কুর্নিশ করে সরে যাচ্ছি, নিয়েছি দূরত্বের পাঠ
সব যাক, সব কিছু যাক, অপেক্ষাটা জেগে থাক
বাঁচার তালিকায় কাল যেন পাওয়া যায় নামের ক্রমিক।  

০৮ এপ্রিল-২০২০, ঢাকা

menu
menu