সাত'ই এপ্রিলের কভিট সন্ধ্যা
সাত'ই এপ্রিলের কভিট সন্ধ্যা
শিমুল জামান
নিশ্চিন্তির এক কাপ চায়ের বিকেল
মৃত মরালীর মতো, তবু
সে দেখিলো স্বপন...
পুরনো বইয়ের পাতায়
সাজগিরি, উশশাক,
তিলানা, তিরবট...
পায়ে পায়ে ত্বরিত মুদ্রায়
খানখান কাঁদা কাঁদা দিন
নিস্তব্ধতার কণ্ঠে পা, পায়ের নূপুর
খয়েরী শাড়ি ওড়ে ওড়ে
না ভয়ে, না নির্ভয়ে
সে হেসে ওঠে...