গ্যাস চেম্বার

হ্যাঁ, আমি রণেন মুস্তাফি। আমিই। তাতে কোনো সন্দেহ আছে? রণেন মুস্তাফির বয়স ষাটের অধিক। খর্বকায় মানুষ। তামাটে গাত্র বর্ণ। চোখ ছোট। কিন্তু তীক্ষ্ণ নাশা। ধুতি পাঞ্জাবি পরেন। প্যান্ট শার্টও। পায়ে চপ্পল থাকে। আবার বেল্ট বাঁধা কাবলির মতো জুতোও। রণেন বেশ দেরি করে ঘুম থেকে ওঠেন। রাত জেগে বই পড়েন। ব্লগ লেখেন। কোনো কোনোদিন পড়তে পড়তে লিখতে লিখতে রাত প্রায় ফুরিয়ে আসে। রণেনকে নিয়ে এই বৃত্তান্ত। রণেন বললেন, আপনি তো সব জেনেই এসেছেন, আমিই রণেন মুস্তাফি, আবার জিজ্ঞাসার হেতু? লোকটি বলল, আমি ভাবছি আপনি ক...