জীবন যেরকম

জীবন যেরকম
ঝরিয়ে ফেলেছি সমস্ত পালক
রঙিন স্বপ্নের সাথে বিনিময়
প্রথায়
এনে ফেলছি সাদা কালো দিন
সাবেকি দোচালায় ডিস্টেমপারের গর্ব
টেরাকোটার দীনতার কাছে যেভাবে হেরে যায়
পালক ঝরাতেই কাঠামোয় টান টান দিব্যতা
দেবী সুলভ মায়ায় ক্ষমা করে দিই সব
লাইটহাউসের অদূরবর্তী আলোয় ভাসা সমুদ্র
আমার অন্ধতার কাছে চাঁদের আলোর মতোই
পালকহীন আমি এখন উড়তে ভুলে যাওয়া পোষা পাখি
দাঁড়ে বসে দানা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি
সুপ্তশ্রী সোম কবি ও অনুবাদক। তিনি যুক্তরাষ্ট্রের সাউথ সানফ্রান্সিস্কোতে বসবাস করেন।