আঘাত

আঘাত
ছেঁড়া রাত, ভাঙা বারান্দা হওয়ায় কাঁপছে
চোখের কিনারায় জেগে উঠছে নোনা জল
উত্তাল বৃষ্টি আছড়ে পড়ছে মাথায়
এসো ঝরাপাতা, পাশে এসে চুপ করে বসো
দ্যাখো, নিরুপায় বুকের পাঁজরে
এক এক করে ঝলসে উঠছে স্পর্শের আঘাত
কতবার বন্যা দেখেছি! কতবার দুর্ভিক্ষ!
মুখোমুখি একটা আয়না থাকলে দেখাতাম
বারবার টুকরো টুকরো হয়ে
বারবার নিঃশব্দে জন্ম নেয় প্রেম।
রুদ্রশংকর কবি। তিনি যুক্তরাষ্ট্রের আটলান্টার জর্জিয়ায় বসবাস করেন।