লুই আরাগঁ এর তিনটি কবিতা

কবি, ঔপন্যাসিক, সাংবাদিক লুই আরাগঁ (Louis ARAGON) জন্ম ৩ অক্টোবর ১৮৯৭, মৃত্যু ২৮ ডিসেম্বর ১৯৮২) বহুমুখী প্রতিভাধর একজন বিল্পবী ফরাসি সাহিত্যিক। আপাদমস্তক বিদ্রোহী এই কবি সাহিত্যের নানা শাখায় তার জ্বালাময়ী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। বিশ্বসাহিত্যে যা আজও উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে জ্বলজ্বল করছে। অতি সাধারণ একটি পরিবারে জন্ম নিয়েও আরাগঁ হয়ে ওঠেন ফরাসি আধুনিক সাহিত্য বিপ্লবের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি ছিলেন সারা বিশ্ব জুড়ে পরিচিত ‘দাদাইজম’, ‘সুররিয়ালিজম’সহ বেশ কিছু সাহিত্য আন্দোলনের অন্যতম পুরোধা।

সেই সময়কার বিখ্যাত সব ফরাসি শিল্পী-সাহিত্যিকদের পাশাপাশি বিশ্বের বরেণ্য সব শিল্পী-সাহিত্যিকরা সেসব আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তাদের শিল্প-সাহিত্যের মাধ্যমে। দৃঢ়চেতা আরাগঁ নিজেকে বহুমুখী কাজে নিয়োজিত রাখলেও নিজের সাহিত্যকর্ম থেকে বিচ্যুত থাকেননি কখনো। এজন্যে কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখায় রেখেছেন অগ্রণী ভূমিকা। রাশিয়ান বংশোদ্ভূত লেখিকা এলসা ত্রিয়লের সঙ্গে  (Elsa Triolet জন্ম ১২ সেপ্টেম্বর ১৮৯৬, মৃত্যু ১৬ জুন ১৯৭০, পরবর্তী সময়ে যিনি হয়ে উঠেছিলেন ফরাসি সাহিত্যের একজন শীর্ষস্থানীয় লেখক) প্রেম এবং পরিণয় আরাগঁ’র সাহিত্যে নতুন মাত্রা যোগ করে। 

পক্ষপাত

আমি অলৌকিকতার মাঝে নাচছি
হাজার সূর্য আঁকা মাটিতে 
হাজার বন্ধু, হাজার চোখ, মনোকলি
তাদের চোখ দিয়ে আমাকে আলোকিত করছে
রাস্তায় কান্নার তেল
শেড থেকে রক্ত ঝরছে

আমি এভাবেই একদিন থেকে আরেকদিনে ঝাঁপিয়ে পড়ি
সম্পূর্ণ গোলাকার রং এবং সুন্দর
একটি শট ডোরম্যাট বা চুলার জন্যে লড়ি
বাতাসের রং যখন শিখা
জীবন ওহ শান্তিপূর্ণ অটোমোবাইল
এবং এগিয়ে চলার আনন্দে বিপদ লিখা

হেডলাইটের আগুনে আমার জ্বলে যেতে ইচ্ছে করছে।

পলায়ন

একটা আনন্দ ফেটে যায় তিন ভাগে 
সময় পরিমাপ হয় বীণা বাজে
একটা আনন্দ কাঠের মধ্যে ফাটে
কারণ আমি বলতে পারছি না যে
ঘুরাও মাথা বাঁকা হাসির মাঝে
ভালোবাসার জন্যে বলো কার
কীসের ভালোবাসার জন্যে আবার

ভালোবাসার জন্যে আমার।

মূর্তি

রোদানন্দে দুপুরের খাবার
লালা ঘুমে মারা যাচ্ছি 
সকালের শব্দ
ক্লোরোফর্ম মাস্ক এ ভালোবাসা
আমি পূর্ণদৈর্ঘ্য ভূমিকায়
মূলত রসাতল
বিছানার পাটি মৃত নয়
সে খুব গান গায় নাচে কম
প্যান্থার প্যান্থার
বলিরেখার চাদরে আমার শরীর শেষ হয় না
এক পুরুষ সমুদ্র কালি
প্রবাহিত।
 


লোকমান আহম্মদ আপন অনুবাদক এবং শিশুসাহিত্যিক। তিন দশকের ওপর লেখালেখি করছেন। প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০টি। ছড়াকর্ম, উচ্ছল-সহ আরও কিছু কাগজ সম্পাদনা করেন। প্যারিসে বসবাস করেন।

menu
menu