পল ভেখলেন-এর দুটি কবিতা
(ফরাসি কবি পল ভেখলেন Paul VERLAINE (জন্ম ৩০ মার্চ ১৮৪৪, মৃত্যু ৮ জানুয়ারি ১৮৯৬) ছিলেন প্রতীকবাদী’ আন্দোলন এবং ‘ক্ষয়িষ্ণু’ আন্দোলনের সাথে যুক্ত। তাঁকে আন্তর্জাতিক এবং ফরাসি কবিতায় ফাঁ দো সিয়েল্ক (ফরাসি শব্দ Fin de siècle অর্থ শতাব্দীর শেষ) অন্যতম সেরা প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয়। সে সময়কার ফরাসি কবিতার বেশিরভাগই লোভনীয় বিষয়বস্তু বা নৈতিক দৃষ্টিভঙ্গির জন্য ক্ষয়িষ্ণু বা পতনশীল হিসেবে চিহ্নিত।)
শরতের গান
শরতের
বেহালার
দীর্ঘ বিলাপ
করছে আঘাত
ক্লান্ত, আহত
এই হৃদয়টাতে,
সব দমবন্ধ
এবং ফ্যাকাশে
ঘণ্টা বাজালেই
ফেরে পুরোনো
দিনগুলি
আমি কাঁদি তাতে;
এবং আমি চলে যাচ্ছি
এখানে, ওখানে
পড়ে থাকা,
তুচ্ছ, মৃত
পাতার মতো
দুষ্টু বাতাসের সাথে।
ছাদের উপরে আকাশ
ছাদের উপরে শান্ত আকাশ,
স্নিগ্ধ এবং নীল
ছাদের উপরে গাছটি দাড়ান
করোতল অনাবিল।
গির্জার বেল মৃদু শব্দে বাজে
বাতাসে মিলায় তাল
গাছে বসে গান গাইছে পাখিটি
যেন অনন্তকাল।
হে আমার রব, হে আমার খোদা
জীবন এখানে স্থির
শহর থেকে আসা শান্ত গুজব
এখানেও করে ভীড়।
তুমি কি করো, কি করো ওখানে
অবিরাম কেঁদে কেঁদে
বলো, কি করো, কি করছ ওখানে
যৌবনটাকে বেঁধে?
লোকমান আহম্মদ আপন ছড়াকার, শিশুসাহিত্যিক এবং সম্পাদক। প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০টি। সম্পাদনা করেন ছড়ার কাগজ ছড়াকর্ম, সাহিত্য পত্রিকা উচ্ছল-সহ আরও কিছু কাগজ। তিনি প্যারিসে বসবাস করেন।