আবর্ত

আবর্ত

মধ্যরাতে বদলে যায় দুপুরের মানে
তেজকটালের মুখে হ্রস্ব পরিযায়ী...
বুকের ভেতরে রাখে অন্ধ আততায়ী।

কেউ জানো সর-তোলা নদীর খবর?
যেখানে শামুকও খোঁজে পাইকারি দর!  
আসলে বালির ফাঁকে মাথা গোঁজা মন
নদী পাড়ি দেয়া খেলা শিখেছে যখন,
দুপুরও বিরাতে এসে চাঁদ ভাড়া চায়।

বুকের চিহ্ন দিয়ে মন মাপো কার? 
নদী পারাপার, সে যে  কঠিন বাজার!
স্তনের মত মায়া জমা এই জলাধার
আহা মায়া, বেদনার জমজ কলাম, 
ভাড়া করা চাঁদ ডাকে মেঘের নিলাম। 
 
আগোছলো পড়ে থাকা দুপুরের মানে
মানুষের ম্লান হাসি। না থাকা বিষাদ 
সেখানেও কেউ পায় সম্ভোগের স্বাদ।

সহসাই গাছ থেকে পড়ে যায় ফল,
লতাগুল্ম সংজ্ঞাহীন খোলস বাকল।
বুকের ভেতরে থাকা হন্তারক হাত 
চাঁদের চিহ্ন দেখে ভাবে বুঝি রাত!


নাহার মনিকা কবি এবং কথাসাহিত্যিক। পড়াশোনা করেছেন প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তী সময়ে লন্ডন স্কুল অব ইকোনমিক্স এবং স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনে। বর্তমানে কানাডার কুইবেক সরকারের স্বাস্থ্য বিভাগে কর্মরত। প্রকাশিত কাব্য : চাঁদপুরে আমাদের বর্ষা ছিল। গল্পসংকলন : পৃষ্ঠাগুলি নিজের, জাঁকড়, দখলের দৌড় উপন্যাস : বিসর্গ তান, মন্থকূপ

menu
menu