প্রকৃতির লীলা অথবা একটি সরল কবিতা


প্রকৃতির লীলা অথবা একটি সরল কবিতা
রেজা রাজা

তুমি পেয়েছিলে আরামপ্রদ উষ্ণতা—
শীতের  প্রকোপ থেকে বাঁচতে পেয়েছিলে—
কার্বন ডাই অক্সাইডের মোলায়েম স্তর 

পেয়েছিলে সুঠাম হাত ও পদযুগল—
ধারণায় ছিল—
হেঁটে হেঁটে নেচে নেচে—  
কাজে ও কর্মে তুমি হবে কর্মবীর
পছন্দ হয়নি তোমার!

দারুণ বিলাসিতায় আসক্ত তুমি
ইঞ্জিনবিহীন গো-শকট ফেলে— 
তুমি চালিয়েছ তেল পোড়ানো
যান্ত্রিক শকট, উড়োজাহাজ
ভয়ানক যুদ্ধ জাহাজ
কলকারখানায় ঘটিয়েছ
যথেষ্ট রাসায়নিক বিক্রিয়া;
বাতাসে দিয়েছ ভয়ানক গ্যাস।
উষ্ণতা জমিয়ে জমিয়ে— 
সর্বনাশ করেছ সাজানো বাগানের
অপরূপ অনিন্দ্য শোভা
প্রকৃতির সংসার করেছ তছ্নছ।

দুই মেরুতে, পর্বতচূড়ায় 
আটকে রাখা হয়েছিল
ভয়ানক জীবাণুর দল
পছন্দ হয়নি তোমার!

তোমার বিলাসি ও বিনাশি
বৈশ্বিক উষ্ণতা গলিয়েছে
পরিকল্পিত তুষার— 
পর্বতমালার খাড়া শরীর বেয়ে— 
নেমে আসছে বিষণ্ন গ্লেসিয়ার!

তোমাকে দেয়া হয়েছিল— 
সুমধুর বাতাসের রমণীয় স্পর্শ
ফুলে ফলে সবুজে পল্লবে—
ভরিয়ে দেয়া হয়েছিল
নয়ন জুড়ানো চারিধার
বিশুদ্ধ অক্সিজেনের— 
প্রয়োজনীয় সরবরাহ—
সুমিষ্ট জলের স্বাদে পরিতৃপ্ত 
করা হয়েছিল—
তোমার তৃষিত প্রাণের তীব্র তৃষ্ণা 
তোমারকে প্রয়োজনীয় অক্সিজেন দিতে
ঝড়-ঝঞ্জা থেকে রক্ষাকল্পে— 
নির্মাণ করা হয়েছিল 
বৃক্ষ, পল্লব, প্রাণিকুল সমৃদ্ধ— 
অনিন্দ্য সুন্দর অরণ্যানী, বন— 
পছন্দ হয়নি তোমার!

তুমি অরণ্যের বুকে চালিয়েছ— 
নিষ্ঠুর ছুরি, করেছ তাকে উষর মরু
বন্ধ্যা রমণীর করুণ হাহাকার;
সোনাদানা, সম্পদে, সহস্র—
জলজ প্রাণি ও উদ্ভিদে পূর্ণ
বিশাল জলরাশি পেয়েছিলে তুমি—
পেয়েছিলে জলের সাজানো ঘর 
আর তা ছিল শতভাগ বিশুদ্ধ
অথচ পছন্দ হয়নি তোমার!

সেই সমুদ্রের গায়েও এঁকে দিয়েছ— 
প্লাস্টিকের সুবিশাল মানচিত্র;
এখন প্লাস্টিক দ্রব্যে পাকস্থলী ভরিয়ে
কুলে এসে সুইসাইড করে সুবিশাল নীল তিমির দল।

তোমাদের কাণ্ডজ্ঞানহীন, স্বার্থপর— 
কর্মকাণ্ডে অস্তিত্ব সংকটে উদ্ভিদ ও প্রাণিকুল
বিপর্যস্ত তাবৎ পৃথিবী!

প্রকৃতি এক অজেয় বিচারক
সাম্য রক্ষাকর্তা সে— 
সাম্য রাখতে হয় তাঁর— 
হাতে তার অকৃত্রিম দাড়িপাল্লা!

তুমিই উস্কে দিয়েছ ভয়ানক জীবাণু
তুমিই উস্কে দিয়েছ— 
ভয়ংকর করোনার বীজ!
তোমার অবিচারেই—
দুনিয়াকে  গ্রাস করতে উদ্যত
সাগর, মহাসাগরের বিপুল জলরাশি
প্রকৃতি  প্রকৃত সাম্য স্থাপনকারী
সে ব্যালেন্স রক্ষা করে!

যাদেরকে তোমরা বিতারিত করেছিলে—
সে তাদেরকে পুনর্বহাল করে—
সবেতো শুরু—
চলবে তার প্রতিশোধের পালা
আপিল নেই, সুযোগ নেই আপিলের!

ঢাকা

menu
menu