একটি ছড়া তনুর জন্যে

একটা ছড়া তনুর জন্যে
একটা ছড়া মিতুর
একটা ছড়া সাহসবিহীন
যে রাজনীতি ভিতুর।

একটা ছড়া তোমার জন্য
ভয়ে যারা কাবু
একটা ছড়া কানে ধরা
লজ্জা শ্যামল বাবু।

একটা ছড়া নিষেধ জানায়
নয় চাপাতি নয়
একটা ছড়া তোমায় বলে
জয় বাংলার জয়।
 

menu
menu