ছোটগল্পের আসর ও পাঠ প্রতিক্রিয়া
৫ এপ্রিল, ২০১৯ মহিলা কলেজ রোড কুমিল্লায় ছোটগল্পের আসর অনুষ্ঠিত হয়। গল্প পড়েছেন, ইকবাল আনোয়ার, গাজী মোহাম্মদ ইউনুস, কাজী মোহাম্মদ আলমগীর, খালেদ চৌধুরী, মো. আরিফুল হাসান, ফারুক হাসান ও মো. ফরিদ উদ্দীন। শ্রোতা হিসেবে ছিলেন সৈয়দ আহমাদ তারেক, ইসহাক সিদ্দিকী, বদরুল হুদা জেনু, বিজন দাস, রুবেল কুদ্দুস, রতন ভৌমিক প্রণয়, শরীফ আহম্মেদ অলি, খায়রুল আনাম রায়হান, জসীম উদ্দীন অসীম, মমতা মম, এ এস এম আল আমিন, মুনতাসির হাসিব, রেজাউল করিম, এনামুল হক, সিফাতউল্লাহ সায়েত কাউসার ও হালিম আবদুল্লাহ। আগামী আসর ৩ মে, ২০১৯ শুক্রবার বিকেল ৪ টায়।
আড্ডায় অংশ গ্রহণকারীদের একাংশ।