গুচ্ছ কবিতা ♦ জাকির জাফরান 

রূপান্ধ

কার রূপে অন্ধ তুমি?
এক পিঁপড়ের রূপে অন্ধ আমি
যার আছে প্রত্যেকটি রঙের একটি করে 
অন্তর্বাস।
 
কোনটি তোমার প্রিয় রঙ?
যে-রঙের জামা পরে মানুষ নিরুদ্দেশ হয়
সেই রঙ।
 
কোথায় যেতে চাও বলো?
যেতে চাই মৃতদের দুঃখমোচনের দেশে
দুঃখ বেচে যেইখানে ভালোবাসা কেনা যায়।
 
কবে যাবে সাধু?
ভরা পূর্ণিমায় তোমাকে উচিত শিক্ষা দেবো বলে
হৃদয়ে যে-রাতে আমি ছুরিকা চালাব
অথচ জানালা খুলে দেখব বেজায় অমাবস্যা
সেই রাতে।

বৃষ্টি শেষে

তর্কে হেরে যাওয়া মানুষের মতো
মাথা নিচু করে ফিরে গেছি কতদিন
তুমি তা দেখনি।
আজ বৃষ্টি শেষে
বাতাস তোমার চুল নিয়ে খেলা করে,
আমি কোনদিনই ছুঁতে পারি না তোমার চুল,
আজও আমি 
তর্কে হেরে যাওয়া মানুষের মতো বাড়ি ফিরি।
তুমি তা দেখ না কোনদিনও।

মায়া

মায়া লেগে আছে গালে, চলে যাবে? যাও,
দূরে গিয়ে দূরত্ব ঘোচাও।
এতকাল গোপন রেখেছি যেই জল
সেই জলও আজ রান্নাঘর খোঁজে, 
অখাদ্যের তরে সেদ্ধ হতে চায়।
আমার চোখের পাতা নড়ে ওঠে পাতায় পাতায়।
নিজেকে সপেছি আমি
রয়ে গেছে বাউল জন্মের কিছু ঋণ,
শুধু মন নয়
আমার এ ঘুমও আজ তোমারই অধীন।
এতকাল আগলে রেখেছি যেই ঠোঁট
সেও আজ পান্থশালা খোঁজে
খোঁজে অন্য মায়াবী চিবুক,
জীবন ভরাতে চায় চুমুকে চুমুক।
মায়া লেগে আছে চোখে, চলে যাবে? যাও,
দূরে গিয়ে মায়াটাকে অনন্তে জাগাও।

menu
menu