.

সাচ্চা প্রেমিক

তোমাকে স্পর্শে পেলে সবুজ অরণ্য জেগে ওঠে
বুকের গভীরে জমে ওঠে জল
সমস্ত ডানাভাঙা পাখি উড়ে যায় উধাও আকাশে
আরোগ্য নেমে আসে দিনশেষে কলাই খেতে
নৈঃশব্দ্যে ঘোর লাগে, সন্ধ্যার হিমজমা রূপকথা
কাঁথামুড়ি দিয়ে পক্ষীরাজ ঘোড়ার পিঠে চড়ে;
আমি পেয়ে যাই রাজকন্যা কুঁচবরণ, 
আমি পেয়ে যাই পাতালের সিঁড়ি, 
কৌটোবন্দি রাক্ষসীর প্রাণভোমরা মুঠোয় নিয়ে 
তরবারি চালাই রক্তহীন…
তোমার মুখের দিকে তাকালে জ্বলে ওঠে আলো
জয় গোস্বামীর কবিতার ছন্দ নেচে ওঠে
শীতকাল আর সুপর্ণা এসে যায় 
ভাস্কর চক্রবর্তীর কবিতায়...
কিন্তু, আমি তোমাকে কোনো বিশেষণে বিশেষিত 
করতে পারি না; কেন না আমি কোনো কবি নই,
এক সাধারণ ভিতু মুখচোরা ছেলে; 
তবু, তোমাকে স্পর্শে পেলে 
                  মনে হয় আমি এক সাচ্চা প্রেমিক!
 

নিজেকে সুরক্ষিত রাখা

তুমি ঘাড় ঘুরিয়ে চলে যেতে পার
তুমি আমাকে অবজ্ঞা অবহেলা কিংবা 
তুচ্ছতাচ্ছিল্যও করতে পার;
আবার কবি সম্মেলনে ডেকে ঘণ্টার পর ঘণ্টা
বসিয়ে রেখে শেষে বলতে পার,
'সরি, আজ আর সময় হলো না।'
তুমি আমার সামনে হেসে কথা বলে, বন্ধু হয়ে
পিছন ফিরেই যদি ছুরি মারো
আমি কী করতে পারি?
সামনের শত্রুর সাথে লড়া যায় সহজে
কিন্তু যে শত্রু পিছন থেকে বাঘের মতো ঘাড়ে পড়ে
তার আক্রমণ প্রতিহত করা সহজ না;
তবে আমি সেই কৌশল এখন রপ্ত করছি
মারপ্যাঁচ, ঘোতঘাত আর নিপুণ নিশানা শিখছি
যাতে করে বন্ধুরা ভয় পায়, শত্রু হবার আগে,
অদৃশ্য বাঘ ঘাড় মটকাতে না পারে
আর আমি অক্ষত শরীরে নিজেকে সুরক্ষিত রেখে 
সটান সামনের দিকে হেঁটে যেতে পারি।


রবীন বসু কবি। শিক্ষা অনার্সসহ স্নাতক। ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি। প্রকাশনা সংস্থায় চাকরি। বর্তমানে অবসর। প্রথম কবিতা প্রকাশ পায় অশোক সেন শঙ্খ ঘোষ সম্পাদিত বারোমাস পত্রিকায়। সাতটি কাব্য, একটি উপন্যাস ও তিনটি গল্পগ্রন্থ। মহাশ্বেতা দেবী স্মৃতি পুরস্কার, প্রভাতকুমার সরকার স্মৃতি পুরস্কার ছাড়া দুটি জীবনকৃতি সম্মাননা।

menu
menu