দুটি কবিতা ।। একরাম আজাদ

প্রলেতারিয়েত

এবার এক মামুলি পুঁটি খোদ বক ধরবার আশায় অপেক্ষা করছে কয়েক মনসুন! তার একমাত্র এম্বিশান বক ধরা! নানান জাতের বক—দ্য র্লড অনলি বাই আমস। কিন্তু সে জানে, পৃথিবীর খাদ্যজাল তাকে আর তার পূর্বপুরুষকেই  যুগে যুগে শিকার বানিয়েছে কানা-বগীর; তাঁরাই পুঁটির অপেক্ষায় তাকে সবকটি মৌসুম।
তাই শুধু বক শিকারের লোভেই জন্ম থেকে গিলে আছে সে সুচালো বর্শী এক— কোনোদিন পরাক্রম মোড়লের গলায় গিয়ে আটকাবে বলে!

মাহে ভাদর

আমাদের পাড়ায় এখন ভাদ্রমাস—আপনার মহল্লায় কোন মাস চলছে? পরীক্ষা-ফেইলের পর থেকে অবশ্য আমার তামাম মৌসুমই ভাদ্রীয়! 
পাঁচবেলা নামজ শেষে মোনাজাতের বদলে আব্বা আজকাল আমাকেই ধরে। দীর্ঘতম একনিষ্ঠতায় তার এবাদাত চলতে থাকে। একসম তিনি আরও বেশি আধ্যাত্মিক হয়ে উঠলে আমি ভীষণ হাঁফিয়ে পড়ি আর পোক্ত  ক্লাউনের  মতন ক্রমে পারদ হয়ে গলে যাই আঙ্গুলের ফাঁক বেয়ে। পরবর্তী মোনাজাতের অপেক্ষা নিয়ে তিনি অগত্যা নামাজ শেষ করেন। এভাবেই চলতে থাকে আমাদের 'পারিবারিক সার্কাস'!
এরই মাঝে অসময় এক একবার বেজে ওঠে উটকো ফোন। কাকে বোঝাই এ বড় অসময়? উঠোনে একঝাঁক কুক্কুরীর মৌসুমি আর্তনাদ—অন্দরে আমার বাপের।  নিরুপায় জাবাব দিই 'দ্য ডগ ইজ বার্কিং'...


• কবি, বাংলাদেশ। 

menu
menu