গুচ্ছ কবিতা ।। আহমেদ শরীফ শুভ

বৃষ্টির পদাবলী

বৃষ্টি-কাব্যে সাজিয়ে শরীর
হয়ে উঠো তুমি মেঘেদের পদাবলী
আকাশের ঘুম ভেঙে দিয়ে তবে
এসো আজ শুধু বৃষ্টির কথা বলি।


তোমাকেই আমি বৃষ্টি বলি
বৃষ্টিকে বলি তুমি
তোমার মনের গহীন যেন
বৃষ্টিতে ভেজা ভূমি। 
            

মেঘলা দিনে একলা যদি 
আমার কথা ভাবো
এক পলকে চোখ ঝলকে
বৃষ্টি হয়ে যাবো। 


বৃষ্টি এসে ভিজিয়ে দিল
লোভের বক্ররেখা
সেই যে শুরু তোমার কাছে                               
প্রেমের কাব্য শেখা... 


আষাঢ় এনেছে মুষলধারে
বৃষ্টি ভেজানো দিন
তোমার চোখের গভীর থেকে
দৃষ্টি করেছি ঋণ। 


এক আকাশের বৃষ্টি তোমায় 
দক্ষিণা দেয় শ্রাবণ
দৃষ্টি তোমার মাতাল আগুন
উপত্যকায় প্লাবন।


উত্তরেতে মগ্ন পাহাড়
দক্ষিণে বয় নদী
বৃষ্টিভেজা তুমি আমার 
দৃষ্টি সীমায় যদি...


বৃষ্টি আনে
জলোচ্ছ্বাসে গা ভাসানো
সর্বনাশের ভেলা
বৃষ্টি মানে
জল থৈথৈ তোমার সাথে
আগুন নিয়ে খেলা...


• কবি, অস্ট্রেলিয়া।

menu
menu