এলিজাবেথ উবাচ

১.
নির্মল সুশ্রীতা নিমেষে গলে যায়
আস্ত আপেলের মুখোমুখি হলে সোনামুখ ছুরি
কে কাকে আহ্বান জানায়
কে হয় মনোহর ফালি মূলতঃ 
গীতল কান্না ধরে বৃক্ষের নাম জানা যায়
জানা যায় কর্মকারের বেদনা
দূরে সরে যেতে যেতে মেঘেরাও জানে
কোথায় পক্ষপাতদুষ্ট বায়ু, কোথায় ঝরে পড়া আয়ু
তাঁদের পানে তাকাই
কেবলই নির্মল সুশ্রীতা নিমেষে গলে যায়

২.
ইথরেবমুখী ছিলাম না যেমন, বোধকরি, তুমিও ছিলে না বেথলেহেম কিংবা জেরুজালেমে ঝুঁকে।
অথচ একের পর এক কৃষ্ণরঙ্গা সুতো খুলে যায়।
যামিনীর জমিন ক্রমশ উদোম হলে দীর্ঘ
পথ জেগে থাকে কেবল।
আর নিরাকার থেকে ধীরে সাকার
হও তুমি, করোটির ভেতর, এলিজাবেথ।
এবং ঘ্রাণের ভেতর সজোরে প্রবাহিত হলো বাসমতি ভাতের মতো তেরচা বৃষ্টির ইতিহাস। 
এলিজাবেথ, তোমার ঠোঁটের নুন পুষে মগজের বিবিধ মেঠো পথ চেনে ধানমন্ডি ৮।
এলিজাবেথ, সেলস প্রমোশনে ঢাকা পড়ে গেছে সম্পর্ক।
ধূসর-নীলাভ অরণ্যের মতো দূরে চলে গেছে জীবন।
বীমার বাজারে মৃত্যুর সেলস মার্কেটিং করে খেটে খায় স্নাতকোত্তর যুবক। এইসবই ঘটে চলেছে তোমার অজান্তে। অথবা তুমি জানো, ঢের জানো, কেমন করে
লুটে নেয় সন্তর্পণে তাঁরা তোমার আমার অলৌকিক সংসার।

৩.
নগরের বুকে সুদৃশ্য ফোঁড়ার মতোন রাজনৈতিক ভাবমূর্তি
টিকে থাকুক, পুঁজের স্রোতে ভেসে যাক বিপণীকেন্দ্র 
কিংবা নদীতে পড়ুক বাঁধের পর বাঁধ।
বরং খাপ থেকে খুলে রাখা তরবারির দিকে
কিছু মনোলোভা সবজি হেঁটে যাক। 
এবং এইটুকু ভেবে চিনে রাখা যাক কিছু সুডৌল ডাব। 
কচি মানস-মূর্তির বুকে এঁকে রাখা যাক 
সমস্ত কামজ উত্তেজনার খোয়াব। 
আর রাষ্ট্রজুড়ে যৌন ভারাক্রান্ত নাগরিক মুক্তি পাক।
এলিজাবেথ, ভাবনার ভেতর অকারণে ঢুকে পড়া সব অনুষঙ্গ রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী।
তবে গণতন্ত্র, সমরতন্ত্র, ফ্যাসিবাদ ছাপিয়ে কেবলই 'তুমিতন্ত্র' চলে এখানে।


• কুমিল্লা

menu
menu