বেঁচে থাকো

বেঁচে থাকো
লতিফুর রহমান প্রামাণিক

হোক না অনিয়মিত, আধা পিপাসিত,
তবুও থেকে থেকে খবরে জানাইও তুমি,
সুযোগ পেলেই বলিও আমারে,
এখনো ভালো আছো।
বেশ আছো।
বেঁচে আছো।
বুকের ভিতর অক্সিজেন আসা যাওয়া চলছে,
হাতের শিরা শিরায়, ধমণিতে রক্তের স্পন্দন,
আগের মতো টিক টিক করছে।
তবুও জানব, তুমি বেঁচে আছো,
থাক না হয়, বাধভাঙা প্রেম আজকাল,
কামনা ব্যাকুলতা আপাতত থাক চুপসে।
সবার আগে তুমি বেঁচে বেঁচে থাকো,
এই মহামারী অবশেষে,
বকেয়া প্রেমগুলো গুনে গুনে,
আবারও না হয় একসাথে,
গলা ধরে ধরে, কেঁদে কেঁদে,
বেঁচে থাকার সুখে,
অশ্রুপাতে মাখামাখি করে,
তুমি আর আমি আবারও নতুন করে,
ভালোবাসবো।

রংপুর

menu
menu