কোথায় তুমি

কোথায় তুমি

প্রহর গুনে কী লাভ, চারপাশে জমে আছে গুমোট আঁধার
দিনলিপিতে লিপিবদ্ধ হচ্ছে আতঙ্কিত যাপনচিত্র 
সঞ্চিত স্বপ্ন, গর্বের ইতিহাস গুড়িয়ে দিয়েছে বুলডোজার
এজলাস বসেছে জঙ্গলে, মঙ্গলের ফাঁসির দাবিতে
বাচাল বালকের হাতে সময়ের ঘড়ি, 
আক্রোশে ভেঙেছে কাঁটা 
সময় গিয়েছে থমকে, ত্রিশ দিনেও মাস পেরোয় না!
অসহায় বুকে জট বেঁধেছে বিষণ্নতা, ক্ষোভ এবং যন্ত্রণা 
প্রতিশোধের নেশায় মানবপশু, চলছে মৃত্যুর উৎসব 
ধিক্কার ও অভিশাপের নেই পরোয়া, 
এমন ধৃষ্টতা দেখেনি আগে কেউ 
নিবেছে সকল আলো, পায়ের নিচে গভীর খাদ

পুড়ছে শূন্য পাতিল, তবুও জ্বলছে উনুন
পরিশোধ হয়নি দেনা, বাড়ছে সুদের ঋণ
হয়নি কেনা ওষুধপথ্য, দুমুঠো মোটা চাল
দুঃশাসনে আটকে পড়া অস্ফুট চিৎকার, কোথায় তুমি? 


সফিয়া জাহির কবি, কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক। তাঁর প্রকাশিত কয়েকটি গ্রন্থ :  নীল স্বপ্ন ও  জল-জ্যোৎস্নায় হবে দেখা। গল্পগ্রন্থ : স্বপ্ন ও ছায়া। তিনি যুক্তরাজ্যে বসবাস করেন।

menu
menu