সহমরণ

সহমরণ

লাশ দিয়ে ঢেকে গেল মেয়েটির বুক 
শিয়রে পাহাড়, সেও জেগে থাকে,  
শিশুটিও সাথে ছিল আনন্দধ্বনি 
ছুটে ছুটে ঢেউ গুনে সাগর সেঁচেছে,
অথচ সে, 
সমুদ্রের কাছে এসে স্তব্ধ হয়ে গেল! 

মৃত্যু শিয়রে নিয়ে বসে আছে নারী 
দু’হাতে আগলে রাখে অসমাপ্ত প্রে 
শরীরে কান্নার সুর বেয়ে বেয়ে ওঠে
মৃত্যু শোক ফণা তুলে ম্রিয়মান হয়।

শিশুটির বুকে বাঁধা বারুদ, বেদনা
এখন নারীর স্তন নিরেট বরফ
সূঁচের মতন চোখ, সময়ের দেনা,
 
এখন নারীকে কেউ চেনে না, চেনে না।


নাহার মনিকা কবি এবং কথাসাহিত্যিক। প্রকাশিত কাব্য : চাঁদপুরে আমাদের বর্ষা ছিল। গল্পসংকলন : পৃষ্ঠাগুলি নিজের, জাঁকড়, দখলের দৌড়, উপন্যাস : বিসর্গ তান, মন্থকূপ। বর্তমানে কানাডার কুইবেক সরকারের স্বাস্থ্য বিভাগে কর্মরত।

menu
menu