আত্মগোপন

আত্মগোপন
যা নিজের ভেবেছিলে একান্ত আপন
কুয়াশা ভেজা প্রাচীন মহীরূহ ছাড়িয়ে ভেসেছিল
উড়ন্ত চিলের ডানায় ভাসাতে চেয়েছিলে
ভেবে দেখোনি সে রঙিন সুতোয় ছিল হাজারো দাঁত্তি
উপড়ে গেছে সে মুহূর্তের দমকা বাতাসে...
এভাবেই ফুরিয়ে যাওয়া সময়ে
রাস্তার পাশের টি-স্টলে এক ভাঁড় চা হাতে
ধমনীর প্রাত্যহিক উষ্ণ রক্ত স্রোতে ভাসতে ভাসতে
পলাশের স্রোতে ভেসে যেতে
তুমি চা এর ভাঁড়ে মউলের খোঁজে ক্লান্ত হও...
নদীর প্রতিটি আঁকা বাঁকা পথে কান পেতে শোন
অজস্র বেদনা ঠুংরি গজল হয়ে ফেরা
পাহাড়ের খাঁজে জমে থাকা কালো জলে জ্যোৎস্না নিখোঁজ হলে
তুমি লুকিয়ে লুব্ধকের প্রচ্ছায়া খোঁজ...
এভাবে কতদিন আড়ালে রাখবে নিজেকে...
সুব্রত সিংহ কবি, গল্পকার এবং সাংস্কৃতিক কর্মী। প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ : আগুনে পাখির গান , মেঘ রোদ্দুর ও রক্তপলাশ। তিনি পশ্চিমবঙ্গের হুগলিতে বসবাস করেন।