এবছর

এবছর
এবছর হাওয়া ফুল ফোটেনি,
পুকুরের জল গেছে দীর্ঘ নিদ্রায়।
এবছর পাখিদের পালক
উড়েছে আকাশ অভিমুখে,
ঘাসের মখমলি শরীরে,
লুটিয়ে পড়তে ব্যতিব্যস্ত হয়নি।
পুনরায় আবিষ্কৃত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা
পুষে যে রাস্তা অপেক্ষায় ছিল
সে এখন নিষ্প্রভ, খায়েশ মরে গেছে।
পরিত্যক্ত কুয়ো পুনরায় সরব হবে
বালতির জলে বউ-ঝিরা শরীর ভিজাবে।
কুয়োর অস্থিত্ব বিলীন
তার ভাগ্যে সূর্য দেখা যায় না।
ব্যাঙের পৃথিবী একদিন
বর্ধিত হবে, পাশের দেশের ব্যাঙ্গমা
পরিভ্রমণ শেষে পরিশ্রান্ত সময়ের
গল্প শোনাবে। গিরগিটি রঙ বদলের
সার্কাস দেখাতে লোকালয়ে আসবে।
অন্তরাত্মা কীভাবে খাঁচাছাড়া তড়পায়
অবলোকন করে প্যাভিলিয়নে ফিরবে।
গিরগিটি লোকালয়ে আসে ঠিকই
সারিবদ্ধ লোকালয় নির্জীব ঝিমায়।
হঠাৎ হঠাৎ শাখামৃগ বাঁদরামিতে আসে
স্নান ঘরের জানলা গলে
আবু মকসুদ কবি। তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করেন।