প্রণবেন্দু দাশগুপ্তের কবিতা : ভাষায়, ভাবনায়, ছন্দে ও বোধে

আমরা, দগ্ধ হতে হতে বুঝেছি, কোনো প্রেম পূর্ণ হয় না, সব বাসনা অসমাপ্ত থাকে, হঠাৎ মাটি ফেটে তলিয়ে যায় সম্পর্ক— —জয় গোস্বামী ‘প্রণবেন্দু দাশগুপ্তের কোনো বই কখনো সংস্করণের মুখ দেখেনি! কোনো বই, কখনো না! তাঁর শ্রেষ্ঠ কবিতা কতদিন হল উধাও। নির্বাচিত কবিতাও।’ কবিতা সমগ্র ১ এর ‘সম্পাদনা বিষয়ে ১’ প্রাককথনে এই কথাটাই বলছিলেন সুমন্ত মুখোপাধ্যায়। ২০১৬-র জানুয়ারিতে কবি, প্রকাশক সৌরভ মুখোপাধ্যায় তাঁর সপ্তর্ষি প্রকাশন থেকে যে বই দুটি প্রকাশ করেছিলেন, সৌভাগ্যক্রমে সে’দ...